উত্তরদিনাজপুর

হাসপাতালের পরিকাঠাম ঠিক করার জন্য ১৭ দফা দাবী নিয়ে হাসপাতালের সুপারকে স্মারক লিপি বিজেপির

শুক্রবার উত্তর দিনাজপুর জেলা কালিয়গঞ্জ বিজেপি শহর ও গ্রাম মণ্ডল কমিটির পক্ষ থেকে ১৭ দফা দাবী নিয়ে কালিয়গঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ দেবাশিষ বালাকে স্মারক লিপি দেওয়া হয়। কালিয়গঞ্জ বিজেপি শহর ও গ্রাম মণ্ডল কমিটির  এই কর্মসুচিতে এদিন উপস্তিত ছিলেন কালিয়গঞ্জ বিজেপি শহর মণ্ডল সভাপতি রানা প্রতাপ ঘোষ , জেলা সাধারণ সম্পাদক অমিত সাহা ,জেলা স্মপাদিকা দোলা মোদক ,কার্ত্তিক পাহান,কমল সরকার ,ননি গোপাল মণ্ডল , বাপি সরকার ,ভবানী চরণ সিংহ  সহ অনান্য।এদিন বিজেপির তরফ থেকে একটি ধিকার মিছিল বের করা হয়। এই মিছিলটি কালিয়গঞ্জ মহেন্দ্রগঞ্জ বাজার পাটি অফিস হয়ে নাট মন্দির প্রাঙ্গণ থেকে হাসপাতাল মোড় পরিক্রমা করে হাসপাতালে গিয়ে শেষ হয়। মিছিলকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে যেন কোনো রকম ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনির ব্যবস্থা করা হয় হাপাতালের পক্ষ থেকে। কালিয়গঞ্জ বিজেপি শহর মণ্ডল সভাপতি রানা প্রতাপ ঘোষ জানান, কালিয়গঞ্জ স্বাস্থ্য কেন্দ্রটি আজ থেকে প্রায় ৫৫ থেকে ৬০ বছর পুরনো। আর পৌরসভা গঠন হবার পর গত তিন থেকে চার বছরের মধ্য স্বাস্থ্য কেন্দ্রটির শুধু অবনতি হয়েছে কোন উন্নতি হয়নি। তাই তারা এদিন ১৭ দফা দাবী নিয়ে কালিয়গঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ দেবাশিষ বালাকে স্মারক লিপি দেন। তাদের প্রধান দাবি হল,এম ডি নিয়োগ,শিশু বিভাগের ডাক্তার নিয়োগ, প্রসূতিদের জন্য বন্ধ হয়ে যাওয়া সিজার ব্যবস্থা পুনরায় প্রতিদিন চালু করা, রক্ত সংগ্রহ কেন্দ্র চালু, ডাক্তারের সংখ্যা বাড়ানো, সাথে বিভিন্ন বিভাগের ডাক্তার নিয়োগ  সহ মোট ১৭ দফা দাবির স্মারক লিপি দেওয়া হয় ।দাবি না মানা হলে আগামীতে আরও বড় ধরনের আন্দোলন ও হাসপাতালের সামনে অনসন করা হবে বলে জানানো হয়।